সবুজ সুতোয় বোনা কাঁথা
ওতেই শুত মা-মেয়ে
একদিন
সকালে দেখল কাঁথায় রক্তের
দাগ
যদিও মায়ের কাছে সে
এখনো খুকি
আর পাঁচজনের কাছে তো তার
বুক আছে
ঠিক বুক নয়, বয়স
সবে এগারো
বুক হবার জায়গা তো
আছে
সেটাই
যাচাই করতে এলো পাঁচজন
সবুজ সুতো ছিড়ল
এবারে
দাগ নয়, লাল স্রোত
একটাই
কাঁথা, ফেলা তো যায়
না
ওই কাঁথাতেই তার ছেলে হল
ছেলে এখন আঁকিয়ে
কাঁথার
ইতিহাস কেউ তাকে বলেনি
তা ছিড়ে ন্যেকরা বানিয়েছে
সে
ছবি, রং মোছে
ছেড়া কাঁথায় তখনও লাল
মেশে
প্রথমে
ছিল প্রকৃতির, পরে দানবের
এখন অবশ্য শিল্পীর
No comments:
Post a Comment